ভোলাহাটে স্কুল ওয়াটসান প্রোগ্রাম অনুষ্ঠিত

ভোলাহাটে এ্যানহেন্সিং গভার্ণেন্স এ্যান্ড ক্যাপাসিটি অব সার্ভিস প্রোভাইডারস এ্যান্ড সিভিল সোসাইটি ইন ওয়াটার সাপ্লাই এ্যান্ড স্যানিটেশন সেক্টর প্রজেক্ট স্কুল ওয়াটসান প্রোগ্রাম বৃহস্পতিবার খালেআলমপুর দাখিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
গ্রামীণ বহুমূখী উন্নয়ন সংস্থা জিবাস আয়োজিত ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়ণে এনজিও ফোরাম ফর পাবলিক র্হেথ রাজশাহী অঞ্চলের সহযোগিতায় স্কুল ওয়াটসান প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি গোলাম কবির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ বাদরুদ্দোজা, ভোলাহাট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, মাদ্রাসার সহকারী শিক্ষক সাইদুল ইসলাম, এমেলী খাতুন, সহকারী মৌলভী শাহাজাহান আলী। এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল হক, জিবাস ইউ.ই.ডাব্লু আব্দুল কাব্বার আলী ও তরিকুল ইসলাম।
প্রোগ্রামে স্বাস্থ্য সচেতনতা মূলক ওয়াটসান বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৫-১৬

,