আমনুরায় শুরু হচ্ছে আরো ১শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ❀ কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় (এইচএফও ভিত্তিক) ১শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। এসময় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, পাওয়ার ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ন্যান ডেঙ্গুয়া, বিদ্যূৎ উন্নয়ন বোর্ডের সদস্য শেখ আলাউদ্দীন, প্রকল্প পরিচারক প্রকৌশলী আরিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী নির্বাহী জাকির হোসাইনসহ চাইনা কন্সট্রাকশন কোম্পানীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, ২০১৭ সালের মধ্যে দেশের প্রায় শতভাগ এলাকায় বিদুৎ সররবরাহ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। কয়লা ভিত্তিক বিদুৎ কেন্দ্র নির্মানের কারণে সুন্দরবনের ক্ষতি হবে এমন আলোচনা প্রসঙ্গে প্রতিন্ত্রী বলেন, এ নিয়ে একাধিক গবেষণা হয়েছে, তাতে এর ফলে পরিবেশের কোন ক্ষতির সম্ভাবনা নেই।

চীনের হুবেই ইলেক্ট্রিক পাওয়ার সার্ভের তত্ত্ববধানে ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহযোগিতায় প্রকল্প র‌্যয় ধরা হয়েছে প্রায় ৮ শ কোটি টাকা। ১’শ মেগাওয়াট এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাজ আগামী ২০১৭ সালের ২৫ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্প কাজ শেষ হয়ে আরো ১শ মেগাওয়াট বিদ্যূৎ জাতীয় গ্রীডে যুক্ত হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৫-১৬