নানা কর্মসূচির মধ্যদিয়ে জিয়াউর রহমানের ৩৫তম ‘শাহাদাত’ বার্ষিকী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম ‘শাহাদত’ বার্র্ষিকী উপলক্ষে সোমবার চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । দিবসটি উপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সকালে চাঁপাইনবাবগঞ্জ থানা ও পৌর বিএনপির উদ্যোগে শহরের পাঠানপাড়াস্থ বিএনপি কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর বিএনপির সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. ময়েজ উদ্দিন, বিএনপি নেতা নজরুল ইসলামসহ অন্যরা। বক্তরা বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
শেষে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং দরিদ্র অসহায় মানুষের মাঝে কাঙালি ভোজের খাবার বিতরণ করা হয়।
 এদিকে সদর উপজেলার মহিপুরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোবরাতলা ইউপি শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি সাদিউজ্জামান মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত ইউপি সদস্য তাসেম আলী, সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম টিপু, সহ-সভাপতি ডাঃ রুহুল আমিনসহ প্রমুখ।
এসময় দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আব্দুল কালাম আজাদ।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যদের ষড়যন্ত্রে বুলেটের আঘাতে ‘শাহাদত’ বরণ করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৫-১৬