রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৫৫ তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সোমবার সন্ধ্যা সোয়া ছয়টায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা মো.ইব্রাহীমের সভাপতিত্ত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়,চাঁপাইনবাবগঞ্জের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান আকন্দ। এ ছাড়াও রবীন্দ্র-নজরুলের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুল ইসলাম,জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল, শিল্পকলা একাডেমী কমিটির সদস্য প্রভাষক গোলাম ফারুক প্রমূখ।
সভায় বলা হয়, সামন্তবাদী সমাজ ব্যবস্থার অন্ধকার দূর করে সমাজকে আলোকিত করেছেন রবীন্দ্রনাথ-নজরুল।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র-নজরুলের কবিতা,গান ও নাচ পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানে জেলার সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৫-১৬
সভায় বলা হয়, সামন্তবাদী সমাজ ব্যবস্থার অন্ধকার দূর করে সমাজকে আলোকিত করেছেন রবীন্দ্রনাথ-নজরুল।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র-নজরুলের কবিতা,গান ও নাচ পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানে জেলার সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৫-১৬