কানসাট ইউনিয়ন পরিষদের ২০১৬-১৭ অর্থবছরের উম্মুক্ত বাজেট ষোষণা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদের ২০১৬-১৭ অর্থবছরের উম্মুক্ত বাজেট ঘোষাণা করেছেন ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ।
সোমবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত উম্মুক্ত বাজেট সভায় অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানসাট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক সৈবুর রহমান বিএসসি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ইউপির সকল ওয়ার্ড সদস্য পর্যায়ক্রমে-আরিফুল ইসলাম উইল, রেজাউল করিম, তাজেরুল ইসলাম, আবদুস সামাদ, আহসান হাবীব, মতিউর রহমান সুজাল, রবিউল ইসলাম, মজিবুর রহমান, আইরিন বেগম ও মরিময় বেগমসহ অত্র ইউপির গণ্যমান্য ব্যক্তিবর্গ। ২০১৬-১৭ অর্থবছরের জন্য সম্ভব্য বাজেট ঘোষণা করেন অত্র ইউপির সচিব ফারুক আহমেদ। এসময় ২০১৬-১৭ অর্থবছরের জন্য সম্ভব্য আয় ধরা হয় ২ কোটি ২৭ লাখ ৬৭ হাজার ১৩ টাকা ও ব্যয় ধরা হয়েছে সমপরিমাণ যথা ২ কোটি ২৭ লাখ ৬৭ হাজার ১৩ টাকা। উম্মুক্ত বাজেট সভায় সর্বসাধারণের জন্য প্রশ্নোত্তর পর্বে সকল প্রশ্নের উত্তর দেন চেয়ারম্যান বেনাউল ইসলাম। এসময় তিনি অত্র ইউপির গত অর্থবছরের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ৩০-০৫-১৬

,