ভোলাহাটে আদাতলা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের আদাতলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে লক্ষে সোমবার মা সমাবেশের অনুষ্ঠিত হয়েছে।
সকালে স্কুলের নিজস্ব মিলনায়তনে মা সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান আলীর সভাপতিত্বে মা সমাবেশের প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক একাডেমীক সুপারভাইজার গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন, সাবেক প্রধান শিক্ষক ফজলুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্কুল প্রধান শিক্ষক রাব্বুল হোসেন, সহকারী শিক্ষক আবু মোত্তালেব, অবিভাবক প্রভাষক শফিকুল ইসলাম, মহিলা অবিভাবক পারুল বেগম ও নবনিবাচিত ইউপি সদস্য আব্দুর রহমানসহ অন্যরা।
বক্তরা মা সমাবেশের মাধ্যমে স্কুলের লেখা-পড়ার মান উন্নয়নে সকলকে এক যোগে সচেতন হয়ে সজাগ থাকার পরার্মশ প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ৩০-০৫-১৬

,