জেলগেট থেকে বের হওয়ার পর অপহরণের শিকার আব্দুল ওদুদ, পরে পুলিশী অভিযানে উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বাড়ি যাবার পথে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের শিকার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রহমতপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুল ওদুদ (৪০) কে বুধবার পুলিশ উদ্ধার করেছে। এসময় গ্রেফতার করা হয়েছে অপহরণকারী চক্রের সদস্য আমির হোসেন বাবু ওরফে কয়রা বাবু।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাযহারুল ইসলাম জানান, জিআর ৯৬/১৬ মামলার আসামী আব্দুল ওদুদ  সোমবার চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি পাবার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোটরসাইকেলযোগে  বাড়ি যাবার পথে জেলগেট সড়কের মুখে শহরের হুজরাপুর চন্ডিতলার শফিকুল ইসলামের ছেলে আমির হোসেন বাবু ওরফে কয়রা বাবুর (২৭) নেতৃত্বে ৬/৭ জনের একদল অপহরণকারী তার পথরোধ করে এবং অটোরিক্সাতে তাকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা ওদুদের চাচাত ভাই সোহেলের সেলফোনে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। এ ঘটনায় সোহেল বাদী হয়ে পরদিন মঙ্গলবার রাত সাড়ে বারটায় সদর থানায় মামলা করলে (মামলা নং ৫ তাং ৪/৫/১৬) পুলিশ বুধবার ভোররাতে হুজরাপুর চন্ডিতলার আমির হোসেন বাবু ওরফে কয়রা বাবুর বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত ওদুদকে উদ্ধার করে ও বাবুকে গ্রেপ্তার করে।
ওসি জানান, পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে বলে বাদী এজাহারে উল্লেখ করেছে এবং পুলিশও প্রাথমিকভাবে তেমনই সন্দেহ করছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৫-১৬