রাত পোহালেই ভোট শিবগঞ্জ ও ভোলাহাটের ১৮ ইউনিয়নে

নির্বাচন কমিশনের ৪র্থ ধাপের দেশজুড়ে নির্বাচন আয়োজনের অংশ হিসেবে শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার ১৮ ইউয়িননে ভোট গ্রহণ করা হবে। সকাল ৮ টা থেকে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।
শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন ছাড়া ১৪ ইউনিয়নে এবং ভোলাহাট উপজেলার চার ইউনিয়নে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে মোতায়েন থাকছে পর্যপ্ত আইন শৃংখলা বাহিনীর সদস্য। এর বাইরে থাকাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃতে আলাদা টিম এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন র‌্যাব ও বিজিবি সদস্যরা।
শিবগঞ্জের ১৪ ইউয়িনিয়নের ১৪৬টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এরমধ্যে গুরুত্বপুর্ণ (ঝুঁকিপুর্ণ) কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ৯৬টিকে। শিবগঞ্জের ১৪ ইউনিয়নের ৩ লাখ ৪২ হাজার ৮৩৮ ভোটার যারমধ্যে ১ লাখ ৭৪ হাজার ২৮০ জন পুরুষ ও ১ লাখ ৬৮ হাজার ৫৫৮ জন মহিলা তাদের ভোটাধিকারের মধ্যে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। ১৪ ইউয়িনে চেয়ারম্যান পদে ৬১ জন, সাধারণ সদস্য পদে ৫০২ জন এবং সংরক্ষিত আসনের সদস্য পদে ১৮১ জন প্রতিদ্বন্দ্বিতা করচেন।
শিবগঞ্জের ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-
শাহবাজপুর ইউনিয়ন ঃ নিজামুল হক রানা (নৌকা), তোজাম্মেল হক (আনারস)। দাইপুকুরিয়া ইউনিয়ন ঃ আতিকুল ইসলাম জুয়েল (ধানের শীষ), আলমগীর হোসেন (নৌকা)। মোবারকপুর ইউনিয়ন ঃ ময়জুল ইসলাম (মশাল), তৌহিদুর রহমান মিঞা (ধানের শীষ), কামাল উদ্দিন (নৌকা), আবদুল মান্নান (আনারস)। চককীর্ত্তি ইউনিয়ন ঃ আনোয়ার হাসান আনু মিঞা (নৌকা), মিজানুর রহমান (ধানের শীষ), মোফাখারুল ইসলাম (অটোরিক্সা)। শ্যামপুর ইউনিয়ন ঃ খাইরুল ইসলাম (ধানের শীষ), আসাদুজ্জামান ভোদন (নৌকা), নবাব মোহাম্মদ শামসুল হোদা (অটোরিক্সা), কামরুল হাসান (আনারস)। বিনোদপুর ইউনিয়ন ঃ রুহুল আমিন (নৌকা), মহবুল হোসেন (ধানের শীষ), এনামুল হক (আনারস)। দূলর্ভপুর ইউনিয়ন ঃ আবু আহমদ নজমুল কবীর মুক্তা (নৌকা), মোশারফ হোসেন এম (ধানের শীষ), বজলুর রশিদ সোনু (আনারস), গোলাম আজম (মটর সাইকেল), আবদুর রাজিব রাজু (চশমা), কামাল উদ্দিন (ঘোড়া)। মনাকষা ইউনিয়ন ঃ কামাল উদ্দিন (ধানের শীষ), মির্জা শাহাদাৎ হোসেন খুররম (নৌকা), নাজমুল আলম উজ্জল (আনারস)। উজিরপুর ইউনিয়ন ঃ দুরুল হোদা (নৌকা), নাজির হোসেন (মটর সাইকেল), ফয়েজ উদ্দিন (ঘোড়া)। পাঁকা ইউনিয়ন ঃ আবদুল মালেক (ধানের শীষ), ইসমাইল হোসেন মাষ্টার (নৌকা), আশফাকুর রহমান (চশমা), মজিবুর রহমান (আনারস), সাদিকুল ইসলাম (ঘোড়া), তোরিকুল ইসলাম (মটর সাইকেল)। ঘোড়াপাখিয়া ইউনিয়ন ঃ ওসমান মাষ্টার (নৌকা), ইসমাইল হোসেন (ধানের শীষ), আবুল কালাম আজাদ (মটর সাইকেল), নাইমুল হক (আনারস)। ধাইনগর ইউনিয়ন ঃ তাবারিয়া চৌধুরী (নৌকা), এ.কে আজগার (ধানের শীষ), হুমায়ন কবীর (মটর সাইকেল), আতাউর রহমান (আনারস)। নয়ালাভাঙ্গা ইউনিয়ন ঃ আশরাফুল হক (ধানের শীষ), মোস্তাকুল ইসলাম পিন্টু (নৌকা)। ছত্রাজিতপুর ইউনিয়ন ঃ গোলাম রাব্বানী ছবি (নৌকা), গোলাম মোস্তাফা (ধানের শীষ)।
ভোলাহাট
এদিকে, ভোলাহাট উপজেলার চার ইউনিয়নের ৩৭ কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর কেন্দ্রগুলোর মধ্যে ১৮টিকে অধিক গুরুত্বপুর্ণ (ঝুঁকিপুর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৩৭ কেন্দ্রে মোট ৭১ হাজার ৪৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এখানে চেয়ারম্যান পদে ১৯ জন, সাধারণ সদস্য পদে ১৪৬ জন এবং সংরক্ষিত আসনের সদস্য পদে ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোলাহাটে চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন-
ভোলাহাট ইউনিয়ন ঃ আব্দুল খালেক (নৌকা), ইব্রাহীম (ধানের শীষ), ইয়াজদানী জর্জ (আনারস), আলী হায়দার (চশমা) ও শাহাজাদী বিশ্বাস (অটোরিক্সা)। গোহালবাড়ী ইউনিয়ন ঃ ইয়াসিন আলী শাহ (নৌকা), আব্দুল কাদের (ধানের শীষ), আব্দুর রশিদ (অটোরিক্সা), নাসরিন আরা (মটরসাইকেল), আলাউদ্দিন (আনারস)। দলদলী ইউনিয়ন ঃ মাজহারুল ইসলাম পুতুল (ধানের শীষ), আনিসুর রহমান (নৌকা), সুলতান আলী (চশমা)। জামবাড়ীয়া ইউনিয়ন ঃ কামরুজ্জামান বাবুল (মটর সাইকেল), কামরুজ্জামান মিয়া (ধানের শীষ), পিয়ারুল ইসলাম (নৌকা), জগলুল হক (চশমা),  মোশফিকুর রহমান তারা (আনারস)।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ ও ভোলাহাট/ ০৬-০৫-১৬

, ,