প্রাথমিক শিক্ষা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষা বিষয়ক অবহিতকরণ সভা রোববার চাঁপাইনবাবগঞ্জের সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
চেতনা মানবিক উন্নয়ন সংস্থার আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া। প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা এবং করনীয় বিষয় তুলে ধরেন গণস্বাক্ষরতা অভিযানের উপ-পরিচালক কে.এম এনামুল হক। প্রধান আলোচক ছিলেন প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু। স্বাগত বক্তব্য রাখেন চেতনা মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাফরুল আলম।
উন্মুক্ত আলাচনায় বক্তারা চরুঞ্চলের এবং প্রত্যন্ত অঞলের প্রাথমিক শিক্ষার দূরবস্থার কথা তুলে ধরেন। প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার উপর গুরুত্বারোপ করেন। সভায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম মনজুর রেজা, চেতনা মানবিক উন্নয়ন সংস্থার সভাপতি মোহিত কুমার দাঁ, বালুগ্রাম কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোহরা বেগম, মনোয়ারা খাতুনসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রসার প্রধান শিক্ষক, এনজিও প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৫-১৬