তেলকূপি সীমান্তে বিজিবি’র ফেন্সিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকূপী মাঠে শনিবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে মালিকবিহীন ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।
৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এস এম আবুল এহসান পিএসসি এক প্রেসনোটে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তেলকুপি বিওপি’র টহল কমান্ডার হাবিলদার তোতা মিয়া সঙ্গীয় টহল দল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার তেলকুপি মাঠ এলাকায় সীমান্ত পিলার ১৮০/১-এস এর নিকট অভিযান চালায়। এসময় কিছু সংখ্যক মাদক চোরাকারবারী ভারতের অভ্যন্তরে তাঁর কাটার পাশে এসে ফেন্সিডিল ভর্তি ব্যাগ বাংলাদেশের অভ্যন্তরে নিক্ষেপ করতে থাকে এবং একই সময় আনুমানিক ১২-১৪ জন মাদক চোরাকারবারী বাংলাদেশের অভ্যন্তরে তাঁর কাটার পাশে অবস্থান করে উক্ত নিক্ষেপকৃত ফেন্সিডিল এর ব্যাগগুলো একত্রিত করতে থাকে। পরবর্তীতে মাদক চোরাকারবারীরা উক্ত ফেন্সিডিল এর ব্যাগ গুলো নিয়ে শুণ্য লাইন হতে ১০০ গজ বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া করে আটকের চেষ্টা করে। কিন্তু চোরাকারবারীরা টহল দলের ধাওয়া খেয়ে ফেন্সিডিলসহ ব্যাগ ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ২০৪ বোতল ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে। আটককৃত মাদকদ্রব্যের মূল্য ৮১,৬০০/- (একাশি হাজার ছয়শত) টাকা মাত্র। এব্যাপারে মাদক অধিদপ্তরে মামলা দায়ের প্রক্রিয়াধীন। আটককৃত মাদকদ্রব্য পরবর্তীতে ধ্বংস করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৫-১৬

,