ইউপি নির্বাচন ❀ নাচোলের কসবা ইউনিয়নে চেয়ারম্যানসহ ৪৬ জন প্রার্থীর প্রতিক বরাদ্দ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের স্থগিত হওয়া কসবা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যানসহ ৪৬ জন প্রার্থীর প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।
শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার প্রার্থীদের প্রতিক বরাদ্দদেন। এসময় ৩ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৪৬ জন প্রার্থীর প্রতিক বরাদ্দ দেওয়া হয়। আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী প্রভাষক আজিজুর রহমান (নৌকা), বিএনপি সমর্থীত প্রার্থী মাহবুবুল আলম খোকন (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেনকে আনারস প্রতিক দেওয়া হয়।
এছাড়া সংরক্ষিত মহিলা আসন ৩টি ওয়ার্ডে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৯টি ওয়ার্ডে ৩১ জন প্রার্থীর প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে ।
উপজেলা রিটানিং অফিসার সত্যেন কুমার জানান, আগামী ২৮মে কসবা ইউনিয়নের ১৩টি কেন্দ্রর ৬৪টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪’শ ৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ১’শ ৫৮জন ও মহিলা ভোটার ১১ হাজার ২’শ ৫০ জন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৩-০৫-১৬

,