বাড়ছে অ্যাজমা রোগীর পরিমাণ জেলায় পুর্ণাঙ্গ অ্যাজমা হাসপাতাল নির্মাণের দাবি

বাংলাদেশ অ্যাজমা চেক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুক্রবার জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাম্প্রতিক সময়ে চাঁপাইনবাবগঞ্জে অ্যাজমা রোগীর পরিমাণ বৃদ্ধি পাওয়ায় জেলায় পুর্ণাঙ্গ অ্যাজমা হাসপাতাল স্থাপনের দাবি জানানো হয়েছে। ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জে বর্তমানে অ্যাজমা রোগি আসংকাজনক হারে বাড়ছে। কয়েক বছর আগের জরিপ অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের মোট জনগোষ্ঠির ১৭ ভাগই ছিলেন অ্যাজমা রোগে আক্রান্ত। এখন এই চিত্র আরো অনেক বেশী। তারা এ্যাজমা রোগে আক্রান্ত হয়ে দুর্বিসহ জীবন যাপন করছে।
জেলা কার্যালয় উদ্বোধনকে সামনে অ্যাজমা চেক ফাউন্ডেশন বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার পাশাপাশি চিকিৎসা ও মানবসেবার বিশেষ অবদান রাখার জন্য তিনজনকে সম্মাননা প্রদান করা হয়।
কর্মসুচির অংশ হিসেবে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের স্বরূপনগরস্থ বাস ট্রার্মিনাল চত্বরে দিয়ে শেষ হয়। সেখানে ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি ডা. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, বাংলাদেশ অ্যাজমা চেক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোশাহেদ উদ্দিন চৌধুরী, ডা. ময়েজ উদ্দীন, ডা. ওমর ফারুক, মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর কাউন্সিলর মোসলেমা মুসি, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মামুন।
সভায় অ্যাজমা রোগের প্রতিকার ও এ থেকে রক্ষা পাওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৫-১৬