মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাস্টিদের ১০ দফা দাবিতে কর্মবিরতি শুরু

মেডিকেল টেকনোলজিস্টদের চাকুরীর প্রারম্ভিক বেতনস্তর ১১তম গ্রেড থেকে ১০তম গ্রেডে উন্নতি, অবিলম্বে ডিপ্লোমা মেডিকেল একুকেশন বোর্ড গঠন, মেডিকেল টেকনোলজিস্টদের জন্য স্বতন্ত্র অধিদপ্তর গঠন, ঝুঁকি ভাতা চালুসহ ১০ দফা দাবিতে  চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাস্টিদের কর্মবিরতি শুরু হয়েছে।
বুধবার সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও সকাল ১০ হতে দুপুর ১২টা পর্যন্ত আধুনিক সদর হাসপাতাল এর সম্মুখে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে  কর্মবিরতি পালন করে। এসময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন,  চাঁপাইনবাবগঞ্জে ফার্মাসিস্ট এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একরামুল হক ইভান, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সদস্য অজেফা খাতুন প্রমুখ। কর্মবিরতি চলাকালে বক্তরা তাদের উপরোক্ত দাবি গুলো মেনে না হলে আগামী আরো কঠোর কর্মসূচী দেয়া হবে বলে জানান। কর্মবিরতি আজ বৃহস্পতিবার সকাল ১০ হতে দুপুর ১২টা চলবে।
  
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব  প্রতিবেদক/ ১৮-০৫-১৬