বারঘরিয়া থেকে অন্ত:সত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া লক্ষীপুর থেকে সোমবার দুপুরে শ্যামলী বেগম (২২) নামের অন্তঃসত্ত্বা গৃহবধু’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকী আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে, মরদেহ উদ্ধারের সময় শ্যামলীর স্বামী বাড়িতে ছিলেননা। এ ঘটনায় শ্যামলীর পিতা থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
শ্যামলীর পিতা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর মুন্সিপাড়া বাবলু আলীর অভিযোগে বলা হয়েছে, সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষিপুরের মাইনুল ইসলামের সঙ্গে শ্যামলীর বিয়ে হয়। সম্প্রতি মাইনুল কানসাট এলাকায় দ্বিতীয় বিয়ে করলে তাদের পারিবারিক কলহ বৃদ্ধি পায়। শ্যামলী চার মাসের অন্তঃসত্ত্বা ছিল।
তিনি অভিযোগ করেন, শ্যামলীর উপর শারিরীক নির্যাতনও করা হতো।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাযাহারুল ইসলাম জানান, লক্ষিপুরের মাইনুলের বাড়ির টিনের ঘরের তীর থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শ্যামলীর পিতা বাবলু আলী একটি অপমৃত্যু মামলা করেছেন। ময়না তদন্তের রিপোর্ট পাবার পর তারা হত্যা মামলা করবেন কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত নিবেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৫-১৬
শ্যামলীর পিতা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর মুন্সিপাড়া বাবলু আলীর অভিযোগে বলা হয়েছে, সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষিপুরের মাইনুল ইসলামের সঙ্গে শ্যামলীর বিয়ে হয়। সম্প্রতি মাইনুল কানসাট এলাকায় দ্বিতীয় বিয়ে করলে তাদের পারিবারিক কলহ বৃদ্ধি পায়। শ্যামলী চার মাসের অন্তঃসত্ত্বা ছিল।
তিনি অভিযোগ করেন, শ্যামলীর উপর শারিরীক নির্যাতনও করা হতো।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাযাহারুল ইসলাম জানান, লক্ষিপুরের মাইনুলের বাড়ির টিনের ঘরের তীর থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শ্যামলীর পিতা বাবলু আলী একটি অপমৃত্যু মামলা করেছেন। ময়না তদন্তের রিপোর্ট পাবার পর তারা হত্যা মামলা করবেন কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত নিবেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৫-১৬