বাজারে আম মিলবে ২৫ মে থেকে ❀ বেধে দেয়া হল সময়সীমা

আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জে আম বাজারজাতকরণ বিষয়ে প্রশাসন ও আম ব্যবসায়ীদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আমে ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার রোধে আবারও আম ভাঙ্গার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। ফলে এবছর বাজারে আম পাওয়া যাবে আগামী ২৫ মে থেকে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কক্ষে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আম গবেষণা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ বণিক সমিতি ও আম ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ্বের যৌথ সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আম পরিপক্ক হওয়ার আগেই কেমিক্যাল দিয়ে আম পাকানো রোধে আম ভাঙ্গার সময়সীমা বেঁধে দেয়া হয়। আগামী ২৫ মে থেকে আম বাজারজাত করণের সিদ্ধান্ত নেয়া হয়। যা গত বছর ছিল ৫ জুন। সভায় প্রশাসন, কৃষি কর্মকর্তা, বণিক সমিতি নেতৃবৃন্দ্ব, গোয়েন্দা সংস্থার সদস্য ও পুলিশের সমন্বয়ে তদরকি কমিটি গঠন এবং আমে ক্ষতিকারক কেমিক্যাল বন্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আগামী ২ মাস নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে তদারকি কমিটির নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।
ঘন্টাব্যাপি অনুষ্ঠিত সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকতা মির্জা শাকিলা দিল হাছিন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাজদার রহমান, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন ও ড. জমিরউদ্দিন, বণিক সমিতি’র সহ-সভাপতি আব্দুল হান্নান হানু, ভোলাহাট আম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটুসহ আম ব্যবসায়ীরা অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০৫-১৬