নাচোল উপজেলা পরিষদে ৩ কোটি ৬৩ লাখ টাকার বাজেট ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পেশ করা হয়েছে। মোট ৩ কোটি ৬৩ লাখ ৮১ হাজার ৭৫ টাকার এ উন্নয়ন বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার ৫’শ টাকা। এতে রাজস্ব ব্যায় ধরা হয়েছে ৬৮ লাখ ৪ হাজার ৪শ’ ২৫ টাকা।
বাজেটে কৃষি ও সেচ খাতে ৩২ লক্ষ ৮৫ হাজার টাকা, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ১৬ লক্ষ ৪৪ হাজার টাকা, ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে ১৬ লাখ ৪৪ হাজার টাকা, পরিবহন ও যোগাযোগ খাতে ৮২ লক্ষ ২০ হাজার টাকা, গৃহ নির্মান ও ব্যক্তি গত পরিকল্পনা খাতে ১৬ লাখ ৪৪ হাজার টাকা, জনস্বাস্থ্য খাতে ৪৯ লাখ ৩২ হাজার টাকা, শিক্ষা উন্নয়ন খাতে ৪৯ লাখ ৩২ হাজার টাকা, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ খাতে ৩২ লাখ ৮৫ হাজার টাকা, ক্রীড়া ও সংস্কৃতিক খাতে ২৬ লাখ ৩০ হাজার ৬শ ৭৫ টাকা, পল্লী উন্নয়ন ও সমবায় খাতে ১ লাখ টাকা, মহিলা যুব ও শিশু উন্নয়ন খাতে ২লাখ টাকা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ খাতে ২লাখ টাকা, দুর্যোগ ও পরবর্তী ত্রাণ কার্য এবং উন্নয়ন মূলক কাজ তদারকি ইত্যাদী কাজে ১লক্ষ ৬৪ হাজার ৪০০ টাকা বরাদ্দ ধরা হয়েছে ।
মঙ্গলবার বিকেলে নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাশেদ ওয়াসিফ এ বাজেট পেশ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ৩১-০৫-১৬

,