রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তীর সাংস্কৃতিক উৎসব সমাপ্ত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে দু’ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব  শেষ হয়েছে। মঙ্গলবার শিল্পকলা একাডেমীতে চাঁপাইনবাবগঞ্জ শিশু একাডেমীর আয়োজিত সাংস্কৃতিক উৎসবের সমাপনি অনুষ্ঠানে জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুল ইসমলাম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম মুনজুর রেজা,  জেলা শিক্ষা অফিসার মুখলেছুর রহমান আকন্দ। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড.মাযহারুল ইসলাম তরু। স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল আলম। 
সাংস্কৃতিক  উৎসবের প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিশু থেকে তৃতীয় শ্রেণী , ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণী এবং ৭ম থেকে দশম শ্রেণী পযন্ত চিত্রাংকন এবং একই ক্যাটাগরিতে রবীšদ্র সংগীত, নজরুল সংগীত ও আবৃত্তি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে সাংস্কৃতিক উৎসবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা দল, গোমস্তাপুর উপজেলা দল, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যৗালয় এবং নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় দলের সম্বনয়ে সাংস্কৃতিক উৎসব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-০৫-১৬