৫ দফা দাবিতে মেডিক্যাল এ্যাসিস্টেন্ট টের্নিং কোর্সের শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

মেডিক্যাল এ্যাসিস্টেন্ট টের্নিং কোর্সের শিক্ষার্থী ও পেশাজীবি ডিপ্লোমা চিকিৎসকদের ৫ দফা দাবি আদায়ের লক্ষে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ধর্মঘট কর্মসুচি পালন করেছে শিক্ষার্থী ও ডিপ্লোমা চিকিৎসকরা।
সকালে ৫ দফা দাবি বাস্তবায়ন কমিটি’র ব্যানারে সদর হাসপাতাল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘটে মিলিত হয়। এতে ক্লাস বর্জন করে চাঁপাইনবাবগঞ্জের দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ডিপ্লোমা চিকিৎকরা অংশ নেয়। প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত অবস্থান ধর্মঘট চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ৫ দফা দাবি বাস্তবায়ন ইন্টানী কমিটি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ৫ দফা দাবি বাস্তবায়ন ছাত্র কমিটি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ফয়সাল আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসকুর রহমান ও বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সভাপতি মেসবাহুল হক।
বক্তারা ইন্টার্নি চিকিৎসদের চাকরী নিশ্চয়তাসহ ৫ দফা বাস্তবায়নের দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৫-১৬