মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে পদ্মায় ডুবে প্রাণ গেল দু’ শিশুর
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের টিকলীচর গ্রামে সোমবার পদ্মা নদীতে ডুবে দু’ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে, টিকলিচর গ্রামের মোজাম্মেল হকের ছেলে রমজান (৫) ও শামসুল হকের মেয়ে লিপি (৭)। নিহতরা আপন দু’ চাচাতো ভাইবোন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাযহারুল ইসলাম জানান, দুপর পৌনে বারটার দিকে বাকের আলী বিজিবি ক্যাম্প সংলগ্ন টিকলীচর ঘাটে মায়েদের সাথে গোসল করার তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা এসে নদী তল্লাশী চালিয়ে তাদের উদ্ধার করে। দু’ শিশুর এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৫-১৬
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাযহারুল ইসলাম জানান, দুপর পৌনে বারটার দিকে বাকের আলী বিজিবি ক্যাম্প সংলগ্ন টিকলীচর ঘাটে মায়েদের সাথে গোসল করার তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা এসে নদী তল্লাশী চালিয়ে তাদের উদ্ধার করে। দু’ শিশুর এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৫-১৬