প্রাইভেট কারে ফেন্সিডিল পাচারের সময় গোবরাতলায় র‌্যাবের হাতে ধরা পড়ল ২ জন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দক্ষিনচরী এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ২৭ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে র‌্যাব । আটককৃতরা হচ্ছে সদর উপজেলার দিয়াড়ধাইনগর গ্রামের আহম্মেদ আলী মন্ডলের ছেলে বাদল (৪৫) ও দক্ষিনচরী গ্রামের আলহাজ্ব সুলতান মন্ডলের ছেলে বজলুর রহমান (৫২)। প্রাইভেট কারযোগে ফেন্সিডিল পাচারের সময় তারা আটক হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে দক্ষিনচরী এলাকায় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি সহিদার রহমান এর নেতৃত্বে  অভিযান চালায়। এসময় প্রাইভেট কার ভর্তি ২হাজার ২৭ বোতল ফেনসিডিলসহ বাদল ও বজলুকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে প্রাইভেট কার, একটি মোবাইল সেটসহ নগদ ৩৭২ টাকা জব্দ করা হয়।
র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৫-১৬