দিনভর প্রখর রোদে নাকাল জনজীবনে রাতে ভুমিকম্পের ধাক্কা

দিনভর প্রচন্ড রোদ আর তাপদাহে বিপর্যস্ত উত্তরের সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জের জনজীবনে সন্ধ্যায় ভুমিকম্পের ধাক্কা লেগেছে। রোদ আর তাপে কাহিল মানুষ সন্ধ্যার পর স্বস্তির নিঃশ্বাস নেয়াকালে ভুমিকম্পের ধাক্কায় ব্যাপক আত্মংকের সৃষ্টি করে।
গেল তিনদিন ধরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছেন। বয়স্ক মানুষ ও শিশুরা পড়েছেন চরম ভোগান্তির মধ্যে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থীদের উপস্থিতি কম। শহরের প্রধান প্রধান সড়কগুলোয় সাধারণ মানুষসহ যান চলাচলা কমে গেছে। মার্কেটগুলোয় আগের তুলনায় লোকজনের উপস্থিতি তেমন না থাকায় বেচা-কেনাও কমে গেছে। তবে, সন্ধ্যার দিকে সড়ক ও মার্কেটগুলো আগের চেহারা ফিরে পাচ্ছে।
এদিকে বুধবার রাত ৭ টা ৫৭ মিনিটে প্রথমে হাল্কা ধাক্কার পরপরই সজোরে আঘাত হানে ভুমিকম্প। এতে সাধারণ মানুষের মাঝে আত্মংক ছড়িয়ে পড়ে। মানুষজন ঘরবাড়ি ও দোকানপাট ছেড়ে রাস্তায় নেমে আসেন।
দেশের গণমাধ্যমগুলো জানিয়েছে, সারাদেশেই একযোগে এই ভুমিকম্প অনুভুত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৪-১৬