চাকুরী জাতীয় করণের দাবিতে ভে।লাহাট ও নাচোলে নকল নবিসদের কালো ব্যাচ ধারণ

চাঁপাইনবাবগঞ্জের নাচালে বকেয়া বেতন পরিশোধ ও চাকুরী জাতীয়করনসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ এক্্রট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশনের দুইদিন ধরে কালো ব্যাচ ধারণ কর্মসুচি পালিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নাচোলেও এ কর্মসুচী পালন করেন তারা। চাকুরী জাতীয় করণসহ  ১০ মাস ধরে বকেয় বেতন পরিশোধের দাবীতে নকল নবিসদের টানা কর্মসুচির মধ্যে রয়েছে, ১২ ও ১৩ এপ্রিল কালো ব্যাচ ধারণ এবং  আগামী ১৭ এপ্রিল জেলা সদর অফিসে মানববন্ধন, ১৮ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত অর্ধদিবস কলম বিরতি, ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত পূর্নদিবস কলম বিরতি ও ২ মে ঢাকায় মহাসমাবেশ।
মহাসমাবেশ থেকে পরবর্তী কর্মসুচী ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে ভোলাহাট উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের নকলনবিস এ্যাসোসিয়েশন সভাপতি জোহরদী ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আমির জানান, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ভোলাহাটেও দু’দিন কালোব্যাচ ধারণ করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভে।লাহাট ও নাচোল / ১৩-০৪-১৬

,