সাংবাদিক আনু মোস্তফার পিতা মারা গেছেন
দৈনিক যুগান্তরের রাজশাহী ব্যুরো প্রধান আনু মোস্তাফা ও ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলামের পিতা সিকান্দার আলী বিশ্বাস মারা গেছেন। শনিবার রাত পৌনে ৮টার দিকে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সিকান্দার আলীর পারিবারিক সূত্র জানিয়েছে, শনিবার সন্ধ্যার দিকে তিনি অসুস্থ্য হয়ে পড়লে তাঁকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের সমাজকর্মী সিকান্দার আলীর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি বার্ধক্যজনিত বেশ কিছু রোগে ভুগছিলেন। তিনি ৫ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সেকান্দার আলীকে রোববার বেলা সাড়ে ১১ টায় নামাজে জানাজা শেষে শিবগঞ্জের পাকা ইউনিয়নের পারিবারিক গোরস্থানে সমাহিত করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৪-১৬
সিকান্দার আলীর পারিবারিক সূত্র জানিয়েছে, শনিবার সন্ধ্যার দিকে তিনি অসুস্থ্য হয়ে পড়লে তাঁকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের সমাজকর্মী সিকান্দার আলীর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি বার্ধক্যজনিত বেশ কিছু রোগে ভুগছিলেন। তিনি ৫ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সেকান্দার আলীকে রোববার বেলা সাড়ে ১১ টায় নামাজে জানাজা শেষে শিবগঞ্জের পাকা ইউনিয়নের পারিবারিক গোরস্থানে সমাহিত করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৪-১৬