নাচোলে লাইট হাউসের বিনামূল্যে আইন সহায়তা প্রদান

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারী উন্নয়ন সংস্থা লাইট হাউস এর উদ্যোগে  বিনামূল্যে আইন সহায়তা প্রদান।
শনিবার সকাল ১০টায় লাইট হাউস, সিএলএস- ইজলাস প্রকল্প ও আসুস এর আয়োজনে নাচোল উপজেলার নেজামপুর হিন্দুপাড়া মন্দির চত্বরে  বিনামুল্যে আইন সহায়তা দেন চাঁপাইনবাবগঞ্জ জর্জ কোটে সিনিয়র আইনজীবি এ্যাডঃ একরামুল হক পিন্টু। এ সময় উপস্থিত ছিলেন নাচোল লাইট হাউস শাখার কো-অর্ডিনেটর  পরিতোষ বাড়ৈ, নেজামপুর ইউপির লাইট হাউসের স্বেচ্ছাসেবক রমন সরেন। এর আগে বৃহসপ্রতিবার লাইট হাউস নাচোল কার্যালয়ে বিনামুল্যে দুস্থদের মাঝে আইন সহায়তা দেন চাঁপাইনবাবগঞ্জ জজ কোটে সিনিয়র আইনজীবি এ্যাডঃ হামিদুর রহমান।
উল্লেখ্য, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত  গরীব,দুঃস্থ,অসহায় ও সেবা বঞ্চিত মানুষ বিনামূল্যে সেবা প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৪-১৬

,