ইউপি নির্বাচন শিবগঞ্জ > ১ চেয়ারম্যানসহ ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র যাছাই-বাছাই শেষে ১ জন চেয়ারম্যান, ৩ জন সংরক্ষিত মহিলা ও সাধারন সদস্য পদে ৪ জন সহ ৮ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করা হয়েছে। এর আগে প্রথম দিনে ৭টি ইউপি যাছাই-বাছাইয়ে ৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাচন অফিসার কায়ছার মোহাম্মদ জানান, সোমবার যাঁচাই বাছায় শেষে দুর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী গোলাম আজম কে ইসলামী ব্যাংক শিবগঞ্জ শাখায় রীনখেলাপীর দায়ে তার প্রার্থীতা বাতিল করা হয়েছে। রোববার চককীর্ত্তি, মোবারকপুর, ধাইনগর, শাহবাজপুর, দাইপুকুরিয়া, মনাকষা ও দূলর্ভপুর ইউনিয়নের সকল প্রার্থীদের মনোনয়ন পত্র যাছাই-বাছাইয়ের প্রথম দিনে সংরক্ষিত পদে ২ জন ও ও সাধারণ পদে ২ জনের মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করা হয়। এছাড়া পরদিন সোমবার সংরক্ষিত পদে আরও ১জন এবং সাধারন সদস্য পদে আরও ২ জনের প্রার্থীতা বাতিল করা হয়।  এদিকে মনাকষা ইউনিয়নে সংরক্ষিত ৩নং ওয়ার্ডের মেরিনা খাতুন ও দূলর্ভপুর ইউনিয়নে সংরক্ষিত ৩নং ওয়ার্ডে এরিনা খাতুন ও মনাকষা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গুমানীর মনোনয়ন পত্র অনুযায়ী বয়স ২৫ বছরের কম হওয়ায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে। অন্যদিকে মনাকষা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য পদে মনোনয়ন পত্র জমাদানকারী সাইদুর রহমান মৃত্যুবরণ করায় তার মনোনয়ন বাতিল বলে ঘোষনা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১১-০৪-১৬

,