ইউপি নির্বাচন > শিবগঞ্জ ও ভোলাহাটে ৯৩ জনের মনোনয়ন প্রত্যাহার

৪র্থ দফায় অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার ১৮ টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্য পদে মোট ৯৩ জন মনোনয়ন পত্র প্রত্যহার করেছেন।
শিবগঞ্জ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক সফিকুল ইসলাম সফিক জানান, শিবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে ১৪ জন, সাধারণ পদে ৬১ ও সংরক্ষিত আসনে ৪ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, চেয়ারম্যান পদে মনাকষা ইউনিয়নে জাসদ প্রার্থী ফাইজুদ্দিন আহম্মেদ, স্বতন্ত্র প্রার্থী তরিকুল আলম ও আলহাজ্ব কাজিমুল হক কাজিম মনোনয়ন প্রত্যাহার করেছেন। নয়ালাভাঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নূর আহম্মেদল মনোনয়ন প্রত্যাহার করেছেন। ছত্রাজিতপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা মনোনয়ন প্রত্যাহার করেছেন। মোবারকপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নেতাউর রহমান, রফিকুল ইসলাম, জেসমিন আরা তৌহিদ মনোনয়ন প্রত্যাহার করেছেন। চককীর্ত্তি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সোলায়মান মন্ডল, আবদুল কাইয়ুম মনোনয়ন প্রত্যাহার করেছেন। ধাইনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সেমাজুল ইসলাম, গোলাম মোতুর্জা, আবদুল লতিফ মনোনয়ন প্রত্যাহার করেছেন। শ্যামপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আতিকুল ইসলাম ডিউক চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
এদিকে ১৪টি ইউনিয়নে সাধারণ পদে ৬১ জনের মধ্যে দূলর্ভপুরের ৭ জন, মনাকষায় ৫ জন, দাইপুকুরিয়ায় ২ জন, শাহবাজপুরে ২ জন, পাঁকায় ৫ জন, উজিরপুরে ৯ জন, নয়ালাভাঙ্গায় ৮ জন, ছত্রাজিতপুরে ৫ জন, ঘোড়াপাখিয়ায় ২ জন, মোবারকপুরে ৫ জন, চককীর্ত্তিতে ১ জন, ধাইনগরে ১ জন, বিনোদপুরে ২ জন ও শ্যামপুরে ৭ জন। অপরদিকে সংরক্ষিত আসনে দূলর্ভপুরে ২ জন, মনাকষায় ১ জন, পাঁকায় ১ জন।
ভোলাহাট থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে, ভোলাহাট উপজেলার ৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন, সাধারন সদস্য পদে ৯ জন এবং সংরক্ষিত ৪ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে দলদলি ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র (জামায়াত) প্রার্থী গোলাম কবির গোলাপ ও সাধারণ সদস্য পদে ৪ জন এবং সংরক্ষিত আসনের সদস্য পদে ১ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। জামবাড়িয়া ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩ জন, ভোলাহাট ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১ জন, সংরক্ষিত আসনের সদস্য পদে ১ জন, গোহালবাড়ী ইউনিয়নে সদস্য পদে ১ জন এবং সংরক্ষিত আসনের সদস্য পদে ২ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক ও  নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৮-০৪-১৬

, ,