নাচোল থানায় শালিস শেষে দু’পক্ষে সংঘর্ষ > পৌর মেয়রসহ আহত তিন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যুবদল ও ছাত্রলীগের দু’নেতাকে পাল্টাপাল্টি মরধরের ঘটনাকে ঘিরে সোমবার নাচোল থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত শালিশ সভা শেষে ক্ষমতাসীন আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নাচোল পৌর মেয়রসহ ৩ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ তিন রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। বর্তমানে নাচোল পৌর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানায়, নাচোল রেল ষ্টেশন এলাকায় গেল বৃহস্পতিবার পৌর যুবদলের প্রচার সম্পাদক রানা’র একটি শুভেচ্ছা ফেষ্টুন নামিয়ে ফেলাকে ঘিরে রানা’র লোকজন ছাত্রলীগ ও যুবদলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরজের ধরে যুবদল নেতা রানা ও ছাত্রলীগ নেতা মামুনকে পাল্টাপাল্টি মারধরের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে নাচোলের পুলিশ প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ্ব হস্তক্ষেপ করে সমঝোতার উদ্যোগ গ্রহণ করে। প্রেক্ষিতে সোমবার দুপুর ১২ টায়  নাচোল থানা ক্যাম্পাসের গোল ঘরে শালিশ সভা বসে। শালিশে নাচোল থানার এসআই কামরুজ্জামানসহ পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু ও পৌর আওয়ামাীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ঝাইটনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত শালিশ সভাটি নিস্পত্তি হবার পর দুপুর পৌনে ২টার দিকে থানার গেটের সামনে ঘটে ক্ষমতাসীন আওয়ামী লীগের দু গ্রুপ দু’ পক্ষ নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে পৌর যুবদলের প্রচার সম্পাদক রানা (২১), পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ঝাইটন (৪৪) এবং পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু (৫০) আহত হয়।
এদিকে, মেয়রের আহত হওয়ার সংবাদ নাচোলে ছড়িয়ে পড়লে মেয়র সমর্থকরা লাঠিসোটা নিয়ে বেরিয়ে আসে। এসময় এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিমের বাড়িতে হামলার ঘটনা ঘটে।
এদিকে, ধাওয়া পাল্টা ধাওয়াকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফাছির উদ্দীন রাবার বুলেট নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন।
এঘটনায় উভয় পক্ষের ২জনকে আটক করা হয়েছে।
এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে ওসি জানিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৮-০৪-১৬

,