শিবগঞ্জ ও ভোলাহাটে চেয়ারম্যান প্রার্থীরা যা যা প্রতিক পেলেন

শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে রিটার্নিং অফিসার সকল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়।
শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নিজামুল হক রানা (নৌকা), স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক (আনারস), দাইপুকুরিয়া ইউনিয়নে বিএনপি মনোনিত প্রার্থী আতিকুল ইসলাম জুয়েল (ধানের শীষ), আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আলমগীর হোসেন (নৌকা)।
মোবারকপুর ইউনিয়নে জাসদ মনোনিত প্রার্থী ময়জুল ইসলাম (মশাল), বিএনপি মনোনিত প্রার্থী তৌহিদুর রহমান মিঞা (ধানের শীষ) আওয়ামীলীগ মনোনিত প্রার্থী কামাল উদ্দিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান (আনারস)।
চককীর্ত্তি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আনোয়ার হাসান আনু মিঞা (নৌকা), বিএনপি মনোনিত প্রার্থী মিজানুর রহমান (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মোফাখারুল ইসলাম (অটোরিক্সা)।
শ্যামপুর ইউনিয়নে বিএনপি মনোনিত প্রার্থী খাইরুল ইসলাম(ধানের শীষ), আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আসাদুজ্জামান ভোদন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী নবাব মোহাম্মদ শামসুল হোদা (অটোরিক্সা), কামরুল হাসান (আনারস)।
বিনোদপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী রুহুল আমিন (নৌকা), বিএনপি মনোনিত প্রার্থী মহবুল হোসেন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী এনামুল হক(আনারস)।
দূলর্ভপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আবু আহমদ নজমুল কবীর মুক্তা (নৌকা), বিএনপি মনোনিত প্রার্থী মোশারফ হোসেন এম(ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী বজলুর রশিদ সোনু (আনারস), গোলাম আজম (মটর সাইকেল), আবদুর রাজিব রাজু (চশমা), কামাল উদ্দিন (ঘোড়া)।
মনাকষা ইউনিয়নে বিএনপি মনোনিত প্রার্থী কামাল উদ্দিন(ধানের শীষ), আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মির্জা শাহাদাৎ হোসেন খুররম (নৌকা) স্বতন্ত্র প্রার্থী নাজমুল আলম উজ্জল (আনারস)।
উজিরপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী দুরুল হোদা (নৌকা), স্বতন্ত্র প্রার্থী নাজির হোসেন (মটর সাইকেল), স্বতন্ত্র প্রার্থী ফয়েজ উদ্দিন (ঘোড়া)।
পাঁকা ইউনিয়নে বিএনপি মনোনিত প্রার্থী আবদুল মালেক (ধানের শীষ), আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ইসমাইল হোসেন মাষ্টার (নৌকা), স্বতন্ত্রী প্রার্থী আশফাকুর রহমান (চশমা), মজিবুর রহমান (আনারস), সাদিকুল ইসলাম (ঘোড়া), তোরিকুল ইসলাম (মটর সাইকেল)।
ঘোড়াপাখিয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ওসমান মাষ্টার (নৌকা), বিএনপি মনোনিত প্রার্থী ইসমাইল হোসেন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ (মটর সাইকেল), মোঃ নাইমুল হক (আনারস)।
ধাইনগর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী তাবারিয়া চৌধুরী (নৌকা), বিএনপি মনোনিত প্রার্থী এ.কে আজগার (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী হুমায়ন কবীর (মটর সাইকেল), স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান (আনারস)।
নয়ালাভাঙ্গা ইউনিয়নে বিএনপি মনোনিত প্রার্থী আশরাফুল হক (ধানের শীষ), আওয়ামীলীগ মনোনিক প্রার্থী মোস্তাকুল ইসলাম পিন্টু (নৌকা)।
ছত্রাজিতপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী গোলাম রাব্বানী ছবি (নৌকা), বিএনপি মনোনিত প্রার্থী গোলাম মোস্তাফা (ধানের শীষ)। উপজেলা নির্বাচন অফিসার কায়সার মোহাম্মাদ জানান, উপজেলা ১৪ টি ইউনিয়নের নির্বাচনী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রার্থীরা আজ থেকে তাদের নির্বাচনী প্রচারণা করতে পারবে। কিন্তু কোন প্রার্থী যদি নির্বাচনী আচরণবিধিমালা লঙ্ঘল করবে তার বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহন করবো। তিনি আরো জানান, এই উপজেলার ১৪ টি ইউনিয়নে ১’শ ৪৬ টি ভোট কেন্দ্র ও ৯’শ ৪৬ টি ভোট কক্ষ স্থাপন করা হবে। নির্বাচন অফিস সূত্রে আরো জানা গেছে, এবারে ১৪ টি ইউনিয়নে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ১ লাখ ৭৪ হাজার ২৮০ জন পুরুষ ও ১ লাখ ৬৮ হাজার ৫৫৮ জন মহিলা ভোটার। মোট ৩ লাখ ৪২ হাজার ৮৬৮ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবে স্ব-স্ব ভোট কেন্দ্রে।

এদিকে, ভোলাহাটে ভোলাহাট সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক (নৌকা), ইব্রাহীম (ধানের শীষ), ইয়াজদানী জর্জ (আনারস), আলী হায়দার (চশমা) ও শাহাজাদী বিশ্বাস (অটোরিক্সা)।
গোহালবাড়ী ইউনিয়নে ইয়াসিন আলী শাহ (নৌকা), আব্দুল কাদের (ধানের শীষ), আব্দুর রশিদ (অটোরিক্সা), নাসরিন আরা (মটরসাইকেল), আলাউদ্দিন (আনারস)।
দলদলী ইউনিয়নে মাজহারুল ইসলাম পুতুল (ধানের শীষ), আনিসুর রহমান (নৌকা) ও সুলতান আলী (চশমা)।
জামবাড়ীয়া ইউনিয়নে কামরুজ্জামান বাবুল (মটর সাইকেল), কামরুজ্জামান মিয়া (ধানের শীষ), পিয়ারুল ইসলাম (নৌকা), জগলুল হক (চশমা), মোশফিকুর রহমান তারা (আনারস) পেয়েছেন। এ দিকে চেয়ারম্যান প্রর্থীদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিক উপজেলা পরিষদ মিলনায়তনে আচরন বিধি লংঘœ না করার অনুরোধ জানিয়ে এক গোলটেবিল বৈঠকে নির্বাচনি আচরণ বিধির বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ ও ভোলাহাট/ ১৯-০৪-১৬

, ,