গোমস্তাপুরে শ্যামুয়েল হ্যানিম্যান এর জন্ম বার্ষিকী ও হোমিও প্যাথিক দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হোমিওপ্যাথিক বিজ্ঞানের জনক ফ্রেডারিক শ্যামুয়েল হ্যানিম্যান এর ২৬১ তম জন্ম বার্ষিকী ও হোমিও প্যাথিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রহনপুর হোমিও প্যাথিক মেডিকেল কলেজের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে রহনপুর হোমিও প্যাথিক মেডিকেল কলেজ থেকে একটি র‌্যালী বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কে এম আলমগীর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুন নেসা বাবলী, রহনপুর হোমিও প্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ মফিজ উদ্দিন, সাবেক অধ্যক্ষ আনোয়ার হোসেন, ডা: বাদল রহমান, ডা: আবুল খায়ের, ছাত্র হারুন অর রশিদ, আব্দুল্লাহসহ অন্যরা।
সভায় বক্তারা চিকিৎসা বিজ্ঞানে হোমিওপ্যাথিক চিকিৎসার যে সাফল্য তা তুলে ধরেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ১৬-০৪-১৬

,