নাচোলে লাইট হাউসের বিনামূল্যে আইন সহায়তা প্রদান > ফিরে পেল আরসু মুর্মু তার সংসার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে লাইট হাউস ইজলাস প্রকল্পের উদ্যোগে বিনামূল্যে আইন সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার নাচোল উপজেলার নাচোল ইউপির পীরপুর (বীরগাঁ) গ্রামে সকাল ১০টায় কমিউনিটি লিগ্যাল এইড ক্লিনিকের মাধ্যমে এলাকার বিভিন্ন জাতি গোষ্ঠীর গরীব, অসহায়, সুবিধা বঞ্চিত মানুষদের বিনামূল্যে আইনী সেবা ও পরামর্শ দেওয়া হয়। আইনী সেবা দেন চাঁপাইনবাবগঞ্জ জর্জ কোর্টে সিনিয়র এ্যাড.ইকরামুল হক পিন্টু।
এই লিগ্যাল এইড ক্লিনিকে সেবা নিতে আসে পীরপুর (বীরগাঁ) গ্রামের শ্রীমতি আরসু মুর্মু (৪১)। তিনি তার স্বামী চরণ হেমরম (৫০) বিরুদ্ধে যৌতুকের দাবী করেন, নেই সাথে নেশা জাতীয় দ্রব্য পান করে প্রতিদিন স্ত্রীকে মারধর করেন, এছাড়া চরণ হেমরম কাজকর্ম না করাসহ বিভিন্ন অন্যায়ের কথা ইজলাসে তুলে ধরেন। তিনি অভিযোগ করে বলেন, ১ ছেলে, ২ মেয়ে নিয়ে দীর্ঘদিন যাবৎ অশান্তিতে ভূগছেন শ্রীমতি আরসু মুর্ম। এ ঘটনা গুলোর কারণে স্বামীর সংসার ছেড়ে সে তার বাপের বাড়ী অবস্থান করছে দীর্ঘদিন থেকে।  স্বামী-স্ত্রীর উভয়ের কথা শুনে মিডিয়েশন করে দেন এ্যাড. ইকরামুল হক পিন্টু। উভয়েই ভবিষ্যতে সুখে শান্তিতে এক সংগে বসবাস করবে বলে অঙ্গীকার করে আপোষ নামায় স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন লাইট হাউস নাচোল শাখার কো-অর্ডিনেটর পরিতোষ বাড়ৈ,প্যারালিগ্যাল মিনা মাহাতো, স্বেচ্ছাসেবক সেলিনা বেসরা, শালিসি পরিষদের সদস্য, গ্রামের মাজিহারাম যতীন টুডু,বাবুল সরেন, রঞ্জিত সরেন, জামিন হেমরম প্রমূখ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৬-০৪-১৬

,