ভুমি খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূমি খাতে সেবার মান উন্নয়নের লক্ষ্যে জেলা প্রশাসক সম্মেলন কক্ষ ভূমি সেবাগ্রহীতাদের সাথে সেবাপ্রদানকারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‘চাই ভূমি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে  জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর  আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি সেলিনা বেগমের সভাপত্বিতে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাকসুদা বেগম সিদ্দীকা, টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক উমা চৌধুরী, সনাকের ভুমি বিষয়ক উপ কমিটির আহবায়ক এ্যাড সাইফুল ইসলাম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন, জিপি আনোয়ার হোসেন ডলার, মনিম-উদ-দৌলা চৌধুরী, সাংবাদিক জাফরুল আলম, ডাবলু কুমার ঘোষ।
সভায় ভুমি বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৪-১৬