এক্সট্রা মোহরারদের ১২ মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন

স্কেলভুক্ত করাসহ ১২ মাসের বকেয়া বেতনের দাবিতে কেন্দ্র কর্মসুচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে রেজিষ্ট্রি অফিসের এক্সট্রা মোহরাররা (নকল নবিশ) মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিষ্ট্রি অফিসের সামনে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) এসোসিয়েন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) এসোসিয়েন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক ইমরান মীর, শিবগঞ্জ শাখার উপদেষ্টা সেলিম রেজা, শরিফুল ইসলাম, সহ-সভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ক্যাশিয়ার আলামিন, মহিলা বিষয়ক সম্পাদক সুমেরা খাতুন,  নকল নবিশ আরিফ সুমন প্রমুখ।
বক্তারা বলেন, নকল নবিশগন দেশের ৬১টি জেলায় ৪৯৫টি সাব-রেজিষ্ট্রি অফিসে ১৫ হাজার কর্মচারী দীর্ঘদিন ধরে কর্মরত আছেন। এর মধ্যে অর্ধেক নারী । নারী এক্সট্রা মোহরারদের বিনা পারিশ্রমিকে মাতৃকালীন ছুটি ভোগ করতে হয়। এক্সট্রা মোহরারদের চাকুরীর পে-স্কেলভুক্ত না হওয়ায় সরকারি ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা হতে বঞ্চিত।
বক্তারা ১২মাসের বকেয়া বেতন দিয়ে চাকুরী জাতীয়করণ করার দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৪-১৬