হ্ইাকোর্টে রিট খারিজ ২৮ মে কসবা ইউনিয়নে নির্বাচন

সীমানা জটিলতা নিয়ে হাইকোর্ট ডিভিশনে রিট দাখিলের ঘটনায় স্থগিত হয়ে যাওয়া চাঁপাইনবাগবঞ্জের নাচোল উপজেলা কসাব ইউনিয়ন পরিষদের নির্বাচন অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে। হাইকোর্টে রিট খারিজ হয়ে যাওয়ায় আগামী ২৮ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশন ঘোষিত ৩য় ধাপে অনুষ্ঠিত নাচোল উপজেলার ফতেপুর, নাচোল ও নেজামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত হলেও কসবা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সূত্র জানায়, গত ১৫ মার্চ সীমানা জটিলতা নিয়ে কসবা ইউনিয়নের খান্দুরা গ্রামের ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে একটি রিট পিটিশন দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্টের নির্দেশে ২৩ এপ্রিল কসবা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত হয়ে যায়। এদিকে এ রিটের বিরুদ্ধে সুপ্রিম কোটের আপিল বিভাগে পিটিশন করেন আওয়ামী লীগ মনোনীত কসবা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান। পরবর্তীতে ১২ এপ্রিল রিটের শুনানি অনুষ্ঠিত হয় এবং ওইদিন বিকেল পৌনে ৫টার সময় রিট পিটিশন খারিজ করে দেন মহামান্য আদালত। রিট পিটিশন খারিজ হয়ে যাওয়ায় নির্বাচন কমিশন আগামী ২৮ মে কসবা ইউনিয়ন পরিষদের পরবর্তী নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করে। উপজেলা নির্বাচন কর্মকর্তা সেজারুদ্দিন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত আজিজুর রহমান, বিএনপি মনোনিত মাহবুবুল আলম খোকন ও জামায়াত সমর্থীত স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেন নির্বাচনে প্রতিদন্দিতা করবেন বলে জানাগেছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৪-১৬

,