বিকল্প বিরোধ নিস্পত্তি পদ্ধতির সাফল্য ও সম্ভাবনা বিষয়ক সেমিনার

সরকারি আইনী সহায়তা কার্যক্রমে বিকল্প বিরোধ নিস্পত্তি পদ্ধতি প্রয়োগ, সাফল্য ও সম্ভাবনা বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
শুক্রবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে সেমিনারে প্রধান অতিথি ছিলেন  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এনামুল বারীর সভাপতিত্বে সেমিনারে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাকসুদা বেগম সিদ্দিকা। সরকারি আইন সেবার মানোন্নয়নে সহায়তা প্রদান প্রকল্প, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, আইন ও বিচার বিভাগ ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে সেমিনারে বক্তব্য রাখেন যুগ্ম জেলা জজ ও লিগ্যাল এইড অফিসার রবিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন, পৌর মেয়র সাইদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকাতুল বারি বীনা ও সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, জিপি এ্যাড. আনোয়ার হোসেন ডলার, জেল সুপার আব্দুর রহিম, এ্যাড. ইয়াসমীন আরা খুশী, এ্যাড. আফসার আলী, এ্যাড. রবিউল ইসলাম, বিচারপ্রার্থী মোমেনা আক্তার ও মমতাজ খাতুনসহ অন্যরা। সেমিনারে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সফিকুল আলম, ডাঃ আব্দুর রহমান, সহকারী জজ বৃন্দ, আইনজীবী, এনজিও প্রতিনিধি, সাংবাদিকগণ। সেমিনারে বলা হয়, প্রতি বছর লক্ষাধিক মামলা বৃদ্ধি পাচ্ছে। আর্থিকভাবে অস্বচ্ছল ব্যক্তিদের আইনী সেবা প্রদান করা হচ্ছে। বিচারকদের স্বকিয়তা বজায় রেখে সকলের মৌলিক অধিকার সমুন্নত রাখতে বিচারকদের বিরোধ নিস্পত্তির জন্য কাজ করতে হবে। কারাগারের ভারাক্রান্ত কমানোর জন্য আইনের মাধ্যমে বিরোধ নিস্পত্তি করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠির মানুষদের সহায়তা দিতে হবে। প্রচার প্রচারণার মাধ্যমে জনগণকে সচেতন করতে হবে। জনপ্রতিনিধি ও সামাজিকভাবে এবং আইনজীবীদের প্রচেষ্টায় আইনের ধারা বজায় রেখে বিরোধ নিস্পত্তির মাধ্যমে মামলা জট কমানোর উপর গুরুত্বারোপ করা হয় সেমিনারে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৩-১৬