প্রতিবাদ করুন, বাঁচবে হাজারো তনু...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
চাঁপাইনবাবগঞ্জের সাধারণ ছাত্র সমাজের ব্যানারে শুক্রবার সকালে শহরের শহীদ সাটু হলের সামনে থেকে তনু হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে মানববন্ধন কর্মসুচিতে মিলিত হয়। ‘প্রতিবাদ করুণ, বাঁচবে হাজারো তনু, ঝরে যাবেনা অপ্রষ্ফুটিত ফুল’ শ্লোগান নিয়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজের প্রভাষক নওসাবাহ নওরীন নেহা, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের এইস.এস.সি পরীক্ষার্র্থী তানভির আহমেদ, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র জাহাঙ্গীর হোসেন, শাহনেয়ামতুল্লাহ কলেজের ছাত্র অঙ্গন পাঠান, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সাবরিনা মিষ্টি।
বক্তারা কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকারীদেও বিচার ও শাস্তির জোর দাবি জানান।
উল্লেখ্য, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষনের পর হত্যা করে দুবৃত্তরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৩-১৬
চাঁপাইনবাবগঞ্জের সাধারণ ছাত্র সমাজের ব্যানারে শুক্রবার সকালে শহরের শহীদ সাটু হলের সামনে থেকে তনু হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে মানববন্ধন কর্মসুচিতে মিলিত হয়। ‘প্রতিবাদ করুণ, বাঁচবে হাজারো তনু, ঝরে যাবেনা অপ্রষ্ফুটিত ফুল’ শ্লোগান নিয়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজের প্রভাষক নওসাবাহ নওরীন নেহা, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের এইস.এস.সি পরীক্ষার্র্থী তানভির আহমেদ, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র জাহাঙ্গীর হোসেন, শাহনেয়ামতুল্লাহ কলেজের ছাত্র অঙ্গন পাঠান, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সাবরিনা মিষ্টি।
বক্তারা কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকারীদেও বিচার ও শাস্তির জোর দাবি জানান।
উল্লেখ্য, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষনের পর হত্যা করে দুবৃত্তরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৩-১৬