শনিবার সোনাইচন্ডী স্কুলের ৫০ বছরপুর্তি > আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় পদার্পণ করল ৫০ বছরে। এ উপলক্ষে শনিবার দিনব্যাপি নানা কর্মসুচী গ্রহণ করেছে স্কুল কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, বিদ্যালয়টির ৫০ বছরপুর্তিতে শিক্ষক, ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীরা ব্যাপক আয়োজন করেছেন। সকাল ৮ টায় নিবন্ধন, ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন, ৯.১০ মিনিটে উৎসব র‌্যালি, ৯.৪০ মিনিটে অতিথি বৃন্দের আসন গ্রহণ, ১০.১৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ, ১১ টায় অতিথি বৃন্দের বক্তব্য ১.১৫ মিনিটে নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতী এবং ২.৩০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে রাজশাহী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান প্রধান অতিথি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাশেদ ওয়াসিফ, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, জেলা মাধ্যমিক শিক্ষ অফিসার মুখলেছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মাতি জ্ঞাপন করেছেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি আব্দুস সালাম সভাপতিত্ব করবেন।
এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের শিল্পীরা গান পরিবেশন করবেন বলে জানানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৮-০৩-১৬

,