বিশ্ব পানি দিবসে জল ও জীবিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

‘জল ও জীবিকা’ প্রতিপদ্যে বিশ্ব পানি দিবস’ উপলক্ষে সেমিনার হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সকাল সাড়ে ১০টায় কয়েকটি দেশী-বিদেশী সাহায্য ও উন্নয়ন সংস্থা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জল ও জীবিকার স্বীকৃতি: স্থানীয় প্রেক্ষিত’ শিরোনামে সিম্পোজিয়ামের আয়োজন করে। জেলা প্রশাসক জাহিদুল ইসলামের সভাপতিত্বে সিম্পোজিয়ামে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত পৌর মেয়র মোঃ সাইদুর রহমান, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বাহার উদ্দিন মৃধা, সাংবাদিক আনোয়ার হক, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর আঞ্চলিক ব্যবস্থাপক রবিউল হক প্রমূখ। এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, জনস্বাস্থ্য প্রকৌশল ও গ্রামীন বহুমুখী উন্নয়ন সংস্থা (জিবাস) এর যৌথ আয়োজনে সেমিনারে মূল বক্তব্য উপস্থাপণ করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক দাউদ হোসেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন জিবাসের নির্বাহী পরিচালক তরিকুল ইসলাম টুকু। সেমিনারে অংশ নেন জনপ্রতিনিধি, এনজিও ও সূশীল সমাজের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। এতে পানির যথাযথ ব্যবহার ও অপচয় রোধ এবং পরিবেশ সংরক্ষণের উপর গুরুত্ব দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৩-১৬