নাটোর বাগাতিপাড়ায় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ২০১৫-২০১৬ অর্থ বছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুর্ধ্ব ১৬ বালকদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বাগাতিপাড়া উপজেলার মোট ০৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের কাবাডি দল অংশ গ্রহণ করে। চুড়ান্ত প্রতিযোগিতায় লক্ষণ হাটি উচ্চ বিদ্যালয় দল বাগাতিপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় দলকে ১৯/১৩ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন জনাব জনাব মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার রুমী(অঃদাঃ) জেলা ক্রীড়া অফিসার,(অঃদাঃ)নাটোর। সভাপতিত্ব করেন জনাব মোঃ খালিদ হোসেন, প্রধান শিক্ষক, বাগাতিপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বাগাতিপাড়া, নাটোর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক (শরীর চর্চা) মতিউর রহমান, শামসুল হক, নূরুন্নবী, কামাল উদ্দীন চৌধুরী, আঃ বারী ।এছাড়া ও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসের আশিকুল ইসলাম আশরাফুল, জহুরুল ইসলাম (অবঃ)এবং সাবেক অ্যাথলেটিকস রাজেদুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রী ও বিপুল সংখ্যক ক্রীড়া মোদি দর্শক।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২২-০৩-১৬