শিবগঞ্জ ও ভোলাহাটে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘ঐক্যবদ্ধ হলে সবে যক্ষা মুক্ত দেশ হবে’ এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্রের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সঞ্চীব কুমারের নেতৃত্বে র‌্যালিতে অংশ গ্রহণ করেন সহকারী কমিশনার (ভ’মি) আফাজ উদ্দিন, ডাক্তার রবিউল আলম, ডাক্তার আখতার হোসেনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী ও নার্সগন  এবং উপজেলার পরিষদের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী গণ।
র‌্যালী শেষে উপজেলা মিলনায়তনে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসানের সভাপতিত্বে  আলোচনা সভায় অংশ গ্রহণ করেন সহকারী কমিশনার(ভূমি) আফাজ উদ্দিন, সঞ্চীব কুমারসহ অন্যানরা।
এদিকে আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, ভোলাহাটে ডেমিয়েন ফাউন্ডেশন আয়োজিত বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডাঃ মশিউর রহমান, ডাঃ মেহেফুজুর রহমান, ডাঃ আহসান হাবিব, ডাঃ সৌমেন সরকার, ডেমিয়ান ফাউন্ডেশনের টিএলসিএ মামুনার রশিদ ও মেহেবুব আলমসহ অন্যরা।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৩-১৬

, ,