শেষ হল আদিবাসীদের স্থানীয় সালিস ব্যবস্থা সক্রিয়করণ প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে লাইট হাউসে আদিবাসীদের স্থানীয় সালিস ব্যবস্থা সক্রিয়করণের উপর ৩ দিন ব্যাপি প্রশিক্ষনের সমাপ্তি হয়েছে।
গত ২২ মার্চ থেকে ৩ দিনব্যাপি নাচোল উপজেলা লাইটহাউস অফিসে “আদিবাসীদের স্থানীয় সালিস ব্যবস্থা সক্রিয় করণের উপর প্রশিক্ষণ” শুরু হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সিএলএস- ইজলাস প্রকল্পের প্রজেক্ট অফিসার রাশেদা খাতুন, আসুস সংস্থার কো-অর্ডিনেটর ফজলুল করিম (বাবলু), লাহান্তি ফাউন্ডেশনের সমন্বয়কারী বঙ্গপাল সর্দার। প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনা করেন, নাচোল উপজেলার কো-র্ডিনেটর পরিতোষ বাড়ৈ, প্যারালিগাল মিনা মাহাতো।
বৃহস্পতিবার  অনুষ্ঠানের শেষ দিনে উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছির উদ্দিন ও লাইট হাউস ইজলাস প্রকল্পের ট্রেনিং অফিসার ফারুক হোসেন  ।
লাইট হাউস কনসোর্টিয়াম পরিচালিত কমিউনিটি লিগ্যাল এইড সার্ভিসেস- ইমপ্রুভ জাষ্টিস এ্যান্ড লিগাল এইড সার্ভিসেস (ইজলাস) প্রকল্প ও প্রকল্পের কৌশলগত পার্টনার আসুস, নাচোল শাখার আয়োজনে , ইউনিয়ন, উপজেলা ও জেলা লিগ্যাল এইড কমিটি মাধ্যমে অসহায় গরীব মানুষের মাঝে আইনী  সেবা প্রদান করা হ্েচ্ছ।
প্রশিক্ষণ অনুষ্ঠিনে ২নং ফতেপুর ও ৩নং নাচোল সদর  ইউনিয়নের ৩০ জন আদিবাসীরা অংশ গ্রহণ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২৪-০৩-১৬

,