ভোলাহাটে ৩ ইটভাটার মালিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩টি ইটভাটায় লাইসেন্স ও অনুমোদনবিহীনভাবে কৃষি জমি নষ্ট করা, কৃষি জমি হতে মাটি কেটে পুকুর সৃষ্টির মাধ্যমে  ইট তৈরী এবং ভাটায় জ্বালানী কাঠ ব্যবহার করে পরিবেশের বিপর্যয় ঘটানোর অভিযোগে অনুমোদনবিহীন এ সব ইটভাটার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করেছে র‌্যাব।
র‌্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি দল এএসপি সহিদার রহমান ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আবুল হায়াত মোঃ রফিক এর সমন্বয়ে বুধবার দুপুর হতে বিকেল পর্যন্ত জেলার ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অনুমোদনবিহীন ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের অপরাধে মেসার্স এইচ.টি.এল ব্রিকস্ এর ম্যানেজারকে ৫০হাজার টাকা, মেসার্স আর এন্ড বি ব্রিকস্ এর ম্যানেজারকে ৫০ হাজার টাকা এবং মেসার্স টাটা ব্রিকস্ এর ম্যানেজারকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা নগদ অর্থ জরিমানা করে এবং জরিমানাকৃত টাকা তাৎক্ষনিক আদায় করে সরকারী কোষাগারে জমা প্রদান করেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৩-১৬

,