জোহরপুর সীমান্তে বিএসএসফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফ’র গুলিতে বেনজির আলী (২৫) নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। সীমান্তের প্রায় ২ কিলোমিটার ভারতীয় অংশে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর বুধবার ভোরে সে তার বাড়িতে মারা যায়।
চাঁপাইনবাবগঞ্জ ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ জুনাইয়েদ আলম খান জানান, কয়েক জন গরু চোরাকারবারী ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় দু কিলোমিটার অংশে চাদনীচক এলাকায় বিএসএফ’র চাদনীচক ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ করে গুলি চালায়। এতে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের গুধু মিয়ার ছেলে বেনজির গুলিবিদ্ধ হয়ে আহত হয়। সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসসে ভোরে সে তার বাড়িতে মারা যায়।
এ ঘটনার প্রতিবাদ ও পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফকে পত্র দেয়া হয়েছে বলে তিনি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০২-০৩-১৬

,