গোমস্তাপুরের ৮ ইউপি নির্বাচন > আওয়ামী লীগ ও বিএনপিতে ৪ জন করে বিদ্রোহী

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন।
আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ১৩ মার্চ চারটি ইউনিয়নের ৭ জন চেয়ারম্যান প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহারের পর এখন উপজেলার ৮টি ইউপি’র চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২৫ জন প্রার্থী। এদের মধ্যে রহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে  রয়েছেন শাজাহান আনসারী (আওয়মী লীগ), গোলাম রাব্বানী (বিএনপি) ও মনিরুজ্জামান (স্বতন্ত্র)। রাধানগর ইউনিয়নে মামুনুর রশিদ (আওয়মী লীগ), মোক্তারুল হক (বিএনপি), মতিউর রহমান (বিদ্রোহী বিএনপি)। পার্বতীপুর ইউনিয়নে লিয়াকত আলী খান (আওয়মী লীগ), ইয়াসিন আলী সর্দার (বিএনপি), মোয়াজ্জেম হোসেন (বিদ্রোহী বিএনপি)। আলীনগর ইউনিয়নে তরিকুল ইসলাম (আওয়মী লীগ), আজকারুল ইসলাম (বিদ্রোহী আওয়মী লীগ), ইসরাফিল হক (বিএনপি), আনোয়ারুল ইসলাম (বিদ্রোহী বিএনপি)। বাঙ্গাবাড়ী ইউনিয়নে সাদিরুল ইসলাম (আওয়মী লীগ), আজাহার আলী মন্ডল (বিদ্রোহী আওয়ামী লীগ), শহিদুল ইসলাম (বিএনপি), মনিরুল ইসলাম (বিদ্রোহী বিএনপি)। গোমস্তাপুর ইউনিয়নে জামাল উদ্দীন (আওয়মী লীগ), আনোয়ার হোসেন (বিএনপি)। চৌডালা ইউনিয়নে আনসারুল হক (আওয়ামী লীগ), গোলাম কিবরিয়া (বিদ্রোহী আওয়মী লীগ), শাহ আলম (স্বতন্ত্র-জামায়াত)। বোয়ালিয়া ইউনিয়নে জিল্লুর রহমান (আওয়মী লীগ), শফিকুল ইসলাম (বিদ্রোহী আওয়মী লীগ), জিয়াউর রহমান আকবর (বিএনপি)। এ ক্ষেত্রে আওয়ামী লীগ ও বিএনপির ৪ জন করে বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ জাকির হোসেন পিংকু, নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৩-১৬

,