২ দিনব্যাপী রেজাল্ট বেসড্ এ্যাডভোকিসী প্রশিক্ষন

চাঁপাইনবাবগঞ্জে চর এন্ট্রিগ্রেটেড প্রোগ্রামের সিআইপিদের নিয়ে ২ দিনব্যাপী রেজাল্ট বেসড্ এ্যাডভোকিসী প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রশিক্ষনের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নহির উদ্দিন। জিবাস ও এসেডো’র নদী ও জীবন-২ প্রকল্পের আওতায় যৌথ আয়োজনে অতিথি ছিলেন গ্রামীণ বহুমুখী উন্নয়ন সংস্থা (জিবাস)’র নির্বাহী পরিচালক তরিকুল ইসলাম টুকু, কো-অর্ডিনেটর ও এ্যাডভোকেসী ও রিসোর্স জাহিদ হোসেন। প্রশিক্ষনে জিবাস এলসিএ’র মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সেন্টু, আফতাব উদ্দিন, লাল মোহাম্মদ, এসেডো’র শাজাহান আলী, শাহজামাল, জিবাস নদী ও জীবন-২ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এনামুল কবির খোকনসহ জিবাস ও এসেডো’র অন্যান্য এলসিএ সদস্য ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষনে সিআইপি প্রজেক্টের বর্তমান পরিস্থিতি বিশ্লেষন ও ফলাফল ভিত্তিক এ্যাডভোকেসীর উপর গুরুত্বারোপ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৩-১৬