ঝরা পাতার স্বাধীনতা................ জাফর আলী জয়নাল

 ফিস ফিস করে কথা কয়;
কি কথা হয়?
ঘন শিহরন তুলে,
     সবুজ পাতা দোলে।
দোলে দোলে তারা কথা কয়
স্বাধীনতা, স্বাধীনতা, নেই ভয় নেই ভয়!
বহুকাল পরে, সবুজ পাতায় ধরে;-
হলুদ রঙ
তারপর সে ঝরে পড়ে
আজ সে মুক্ত, আজ সে স্বাধীন।
বহুকালের বেদনা যেন কেমন রঙিন!
বাতাসের গায় ঝরা পাতা উড়ে যেতে চায়
সময়ের স্রোতে বহুদূর দেশে
     উড়ে সে বেড়ায়।
তালে তালে কালে কালে;-
     প্রকৃতি একথা জানায়।
এখানে প্রকৃতি এত মায়াময়
     যেন পৃথিবীর সাথে কথা কয়!