ইসলামিক ফাউন্ডেশনের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সনদ বিতরণ অনুষ্ঠানে হয়েছে। শনিবার বিকেলে ফাউন্ডেশনের মিলনায়তনে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু। ইসলামিক ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অধ্যাপক মোঃ শাহআলম। প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে ১ম শ্রেণী থেকে ৭ম শ্রেণীর পর্যন্ত ৭টি বিভাগে ১ম, ২য় ও ৩য় হিসেবে ৩ জন করে মোট ২১ জন, ‘খ’ গ্রুপে অস্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ৭টি বিভাগে ১ম, ২য় ও ৩য় হিসেবে ৩ জন করে মোট ২১জন এবং ‘খ’ গ্রুপে ৬টি বিভাগে ছাত্রীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় হিসেবে ৩ জন করে মোট ১৮ জনকে পুরস্কৃত করা হয় এবং সনদ বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী মোট ৬০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা। বক্তারা লেখাপড়ার পাশাপাশি এসব সাংস্কৃতিক বিষয়ে প্রতিযোগিতার মাধ্যমে জ্ঞান অর্জণের উপর গুরুত্বারোপ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৩-১৬