আম ও আমজাত পণ্যের রপ্তানী সুবিধা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বাণিক সমিতি’র সম্মেলন কক্ষে শনিবার এক্সপোর্ট অপারচুনিটিজ অব ম্যাংগো এন্ড ম্যাংগো প্রডাক্টস শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বণিক সমিতি’র সহযোগিতায় রপ্তানী উন্নয়ন ব্যুরোর উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের জলো প্রশাসক জাহিদুল ইসলাম। বণিক সমিতি’র সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান আকন্দ, ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও রপ্তানী উন্নয়ন ব্যুরোর গবেষণা কর্মকর্তা কাজী সাইদুর রহমান।
সেমিনারে বলা হয়, ইতোমধ্যেই আম রপ্তানী শুরু হয়েছে। আরো অধিক হারে আম রপ্তানীর জন্য দুষণমুক্ত আম উৎপাদন, উন্নতমানের প্যাকেটিং ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর রপ্তানী বাজার সমুন্নত রাখতে আম নির্দিষ্ট সময়ে ও পরিপুর্ণভাবে পুষ্ট হলেই বাজারজাত করা এবং কোনভাবেই ফরমালিন, কারবাইট বা ক্ষতিকারক কোন দ্রব্য ব্যবহার করে আমের গুনগতমান খারাপ করা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
সেমিনারে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার আম চাষী ও ব্যবসায়ীরা অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৩-১৬