গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ চলছে

নির্বাচন কমিশন ঘোষিত দেশব্যাপি দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী বৃহস্পতিবার গোমস্তাপুর উপজেলার ৮ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ। শান্তিপূর্ণভাবে নারী-পুরুষ ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। প্রায় ১ লাখ ৬৫ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫ জন, সাধারণ সদস্য পদে ২শ ৬৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৬ জন প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনী কাজে ৮০ জন প্রিজাইডিং, ৪শ ৬৮ জন সহকারী প্রিজাইডিং ও ৯শ ৩৬ জন পোলিং অফিসার দয়িত্ব পালন করছেন।
উপজেলা নির্বাহী অফিসার কেএম আলমগীর কবীর জানান, শান্তিপূর্ণ ভাবে ভোটে গ্রহনের জন্য বিজিবি, পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে । ৮টি ইউনিয়নের ৮০ কেন্দ্রের ৪শ ৬৮ বুথে ১ লক্ষ ৬৪ হাজার ৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এরমধ্যে মহিলা ভোটার ৮৩ হাজার ৩শ ২১ জন এবং পুরুষ ভোটার ৮০ হাজার ৭শ ১৯ জন। তিনি আরো জানান, ৮০টি কেন্দ্রের মধ্যে ৪৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে গোমস্তাপুর ইউনিয়নে ৮টি, বাঙ্গাবাড়ী ইউনিয়নে ৫টি,রাধানগর ইউনিয়নে ৭টি,পার্বতীপুর ইউনিয়নে ৬টি, রহনপুর ইউনিয়নে ৩টি, বোয়ালিয়া ইউনিয়নে ৬টি, চৌডালা ইউনিয়নে ৭টি ও আলিনগর ইউনিয়নে ৫টি। নির্বাচনী কেন্দ্রগুলোতে আইনশৃংখলা পরিস্থিতি স্বভাবিক রাখতে আনসার-ভিডিপি, পুলিশ ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও র‌্যাব স্ট্র্যাইকিং ফোর্স হিসেবে কাজ করছে।






চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ৩১-০৩-১৬


,