ভোলাহাটের শরীর চর্চা শিক্ষক মনিরুজ্জামান সেলিম আর নেই

ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মরসালিন মাস্টারের প্রথম ছেলে মোঃ মনিরুজ্জামান সেলিম (৩৮) মঙ্গলবার সকাল ৯ টায় নিজ বাস ভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না ................. রাজেউন)। তিনি ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার ও পেশায় শরীর চর্চা শিক্ষক ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত খালে আলমপুর দারুস সুন্নাত আলিম মাদ্রাসায় কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও ১ সন্তানের জনক। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় তাকে পোল্লাডাঙ্গা গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি বাবা-মা, ভাই-বোন, আত্মীয় স্বজন সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে উপজেলা শিক্ষক সমিতি শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৯-০৩-১৬

,