পরিবার পরিকল্পনা অফিসের উদ্যেগে ৪০ জন সংবাদকর্মী নিয়ে সচেতনতামুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ছোট পরিবার ধারণার উন্মেষ,পুষ্টি,এএনসি,নিরাপদ মাতৃত্ব, পিএনসি ও নবজাতকের যত্ন বিষয়ে জেলা পর্যায়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের নিয়ে সচেতনতামুলক ক্যাম্পেইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট (তথ্য,শিক্ষা ও উদ্ধুদ্ধকরণ) আয়োজিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অনুষ্ঠিত ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইন’র উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আশুরা বেগম,  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা সাকিলা দিল হাছিন, ডা. আনোয়ার জাহিদ রুবেল।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের ৪০ জন সংবাদকর্মী অংশ নেয়।

কর্মশালায় বাল্য বিবাহ বন্ধ এবং মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যু রোধে মেয়েদের শিক্ষিত করে গড়ে তোলার আহবান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০৩-১৬